সদ্য শেষ হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ জুড়েই ছিল নাটকীয়তা। ২ টেস্ট, ৫ ওয়ানডে ও ৩ টি-টেয়েন্টির পূর্ণ সিরিজের টেস্ট পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হতে হয়েছে লঙ্কানদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট সিরিজে জয়ের ব্যাপারে শ্রীলঙ্কা টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল দাবি করেছেন জাদুবিদ্যা খাটানোর কথা। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ এই দাবি মানতে নারাজ।
টেস্ট সিরিজে হারলেও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল টিম পাকিস্তান। দুটি হারেরই ব্যবধান ছিন যথাক্রমে ২১ ও ৬৮ রান। আর এজন্য নিজেদেরই ব্যর্থতাকেই দায়ী করলেন সরফরাজ। তিনি বলেন, 'বাজে ব্যাটিং করেই দুটি টেস্টে হেরেছি আমরা, এটাই কারণ।'
এর আগে লঙ্কান অধিনায়ক চান্ডিমাল কলম্বোতে সাংবাদিকদের বলেছেন যে একজন মেয়নি বা জাদুকরের আশীর্বাদেই টেস্ট সিরিজ জিতেছেন তারা। এর প্রেক্ষিতে পাকিস্তান অধিনায়ক বলেছেন, 'জাদু দিয়ে টেস্ট ম্যাচ জিতলে ওদের ওয়ানডে আর ও টি-টোয়েন্টি সিরিজও জেতা উচিত ছিল।'
কোন অলৌকিক ব্যাপার শ্রীলঙ্কার জয় এনে দিতে পারে না উল্লেখ করে সরফরাজ আরও বলেন, 'টেস্ট সিরিজে আমরা খুব খারাপ ব্যাটিং করে জেতার সুযোগ হারিয়েছি।'
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ