সূর্যটা হেলে পড়েছে পশ্চিমাকাশে। চা-বাগানের ফাঁকফোকর দিয়ে আসা হাওয়ায় শীতের গন্ধ। প্রকৃতির আলো যাচ্ছে বিশ্রামে। টিপ টিপ করে জ্বলতে শুরু করেছে কৃত্রিম আলো। একপাশে বল হাতে মাশরাফি। অন্যপাশে বোলারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন পোলার্ড। সাকিবও বল তুলে মারছেন স্টেডিয়ামের গ্যালারিতে। টম মুডির সাথে রাজ্জাক তখন কি একটা বিষয় নিয়ে হাস্যরসে মত্ত। এ যেন পরিচিত দৃশ্যপটে চেনা চিত্রকরদের রংতুলির খেলা।
পরিচিত দৃশ্যপটটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। আর চেনা ‘চিত্রকর’ মাশরাফি, সাকিব, পোলার্ডরা।
প্রথমবারের মতো সিলেটের মাঠে ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ফরম্যাটের জমকালো আসর। সেই আঁচ মহল্লার চায়ের টংঘর থেকে শুরু করে স্টেডিয়ামপাড়ার সর্বত্র। সাজসাজ রব বলতে যা বুঝায়, ঠিক যেন তাই!
বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়ামের সবুজ গালিচায় ছড়িয়ে-ছিটিয়ে ঘাম ঝরাতে দেখা গেল রংপুর রাইডার্স আর ঢাকা ডায়নামাইটসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের গেল আসরের চ্যাম্পিয়ন ঢাকা এবারও শিরোপায় চোখ রেখে গড়েছে তারকাসমৃদ্ধ দল। রংপুর রাইডার্সও মাশরাফি, গেইল, শাহরিয়ার, রাজ্জাকদের মতো তারকাদের দলে ভিড়িয়েছে।
শনিবার মাঠে নামার আগে ভুলত্রুটি যেন শুধরে নিচ্ছিলেন সাকিব, সাঙ্গাকারা, ইলিয়াস সানীরা। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি কোচের দায়িত্বে আছেন রংপুর রাইডার্সের। ঢাকা ডায়নামাইটসের হেড কোচ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার বিকেলে দুই কোচের পৃথক তত্ত্বাবধানে স্টেডিয়ামে একইসাথে অনুশীলন করে রাইডার্স ও ডায়নামাইটস।
নেটে বোলারদের পরীক্ষা নিচ্ছিলেন ঢাকা ডায়নামাইটসের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড, রংপুর রাইডার্সের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। ঘুর্ণির জাদুতে ব্যাটসম্যানদের বুকেও কাঁপন ধরাচ্ছিলেন রাজ্জাক, ইলিয়াস সানীরা।
এ দুই ফ্র্যাঞ্চাইজির আগে আগে অনুশীলন শেষে মাঠ ছাড়ে রাজশাহী কিংস। আগেই নিজেদের ঝালিয়ে নেয় সিলেট সিক্সার্স।
নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে থাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের এই ঘাম ঝরানোর মধ্যেই নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছিলেন সম্প্রচারকর্মীসহ অন্যরা। কেউবা বিজ্ঞাপন বিলবোর্ড স্থাপন করছেন তো অন্য কেউ ওয়াইফাই লাইন টানার কাজে ব্যস্ত। স্টেডিয়াম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তুমুল ব্যস্ততা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে তাদের ব্যাপক তোড়জোড়।
অপেক্ষার বড় কোনো উৎসবের আগে যে মধুর আমেজ ছড়িয়ে পড়ে, সেই আমেজই যেন মৌ মৌ গন্ধে রাঙিয়ে দিচ্ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রসারিত আকাশ।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা