আবারও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ১৪ বছরের ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার অভিযুক্ত হলেন তিনি। সদ্য শেষ হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে। দায়মুক্তির জন্য বুধবার ইংল্যান্ডের লোবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বায়োমেকানিক পরীক্ষা দিলেন হাফিজ।
জানা গেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশে হাফিজ বোলিং অ্যাকশনের বায়োমেকানিক পরীক্ষা দিয়েছেন। ৯০ মিনিট ধরে চলা এই সেশনে মোট চার ওভার বল করতে হয়েছে তাকে। ফলাফল ১৪ দিনের মধ্যে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর কাছে পাঠানো হবে।
তবে এই পরীক্ষার ফলাফল নিয়ে খুব আশাবাদী ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, 'আমার বিশ্বাস আছে যে এই পরীক্ষায় উতরে যাব। ভালো হয়েছে এবং আমি চার ওভার বল করেছি। আমি নিশ্চিত আন্তর্জাতিক ক্রিকেটে আবার বল করতে পারব। একজন অলরাউন্ডার হিসেবেই পাকিস্তান দলে ভূমিকা রাখতে চাই।'
এদিকে পিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ফলাফল হাতে আসার আগে নির্বিঘ্নে বোলিং করে যেতে পারবেন হাফিজ।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে অবৈধ অ্যাকশনের জন্য তাকে বোলিং থেকে ৬ মাস নিষিদ্ধ করা হয়। পরে ২০১৫ সালে আবার একই অভিযোগে তার বোলিং নিষিদ্ধ হয় এক বছরের জন্য।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ