দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থতার পরে শিখর ধাওয়ানের জায়গা হয়নি দ্বিতীয় টেস্টে। বিরাট কোহলির দলগঠন নিয়ে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার পর্যন্ত সমালোচনা করেছেন। ব্যর্থ হলেই ধাওয়ানকে বসিয়ে দেওয়া হয় বলে প্রতিক্রিয়া দিয়েছিলেন সানি।
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগও সানির সুরে সুর মিলিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে ধাওয়ানের জায়গায় লোকেশ রাহুলকে সুযোগ দিয়েছেন কোহলি। চলতি টেস্টের দল থেকে বাদ পড়ার পরে কোনও মন্তব্য করেননি শেখর ধাওয়ান। সংবাদমাধ্যমও ধাওয়ানের প্রতিক্রিয়া পায়নি।
সোশ্যাল মিডিয়ায় অবশ্য ধাওয়ান চুপ করে থাকেননি। জবাব দিয়েছেন কোহলিকে। ভারতের বাঁ হাতি ওপেনার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অধিনায়ককে বার্তা দিয়েছেন, তিনি হাল ছাড়ার বান্দা নন। ছবির নীচে ধবন লিখেছেন, হাল এখনও ছাড়িনি। পরিশ্রম করলে গন্তব্যে অবশ্যই পৌঁছনো যাবে।
দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ায় হতাশ হয়তো হয়েছেন ধবন। কিন্তু হতাশা নিয়ে তিনি বসে নেই। ভারতীয় দলে হঠাৎই বন্ধ হয়ে যাওয়া দরজা খোলার জন্য ধাওয়ান এখন নিজেকে নিংড়ে দিচ্ছেন। ঘাম ঝরাচ্ছেন। এই পরিশ্রমই যে সমস্ত ক্রীড়াবিদদের সাফল্যের মূলধন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর