সৌরভ গাঙ্গুলির হাত ধরে ভারতীয় ক্রিকেটে উঠে এসেছেন যুবরাজ সিংহ, বীরেন্দ্র শেবাগ, জহির খান, হরভজন সিং'র মতো তারকা ক্রিকেটারেরা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখার পরে ভবিষ্যতের তারকা খুঁজে বের করলেন কলকাতার এই মহারাজ।
রবিবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে সৌরভের দৃষ্টি আকর্ষণ করেছেন শিবম মাভি ও কমলেশ নাগরকোটি। দু’জনই ৩ টি করে উইকেট নিয়েছেন। দুই ভারতীয় বোলারের দাপটে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ৪২.৫ ওভারে।
ভারত প্রথমে ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে ভারত করে ৩২৮ রান। জবাবে ব্যাট করতে নেমে অজিরা শেষ হয়ে যায় ২২৮ রানে। ভারতীয়দের দাপট ছিল ম্যাচে। খেলার স্কোর থেকে সেটা বোঝাই যাচ্ছে।
শিবম ও কমলেশের বোলিং নজর কেড়ে নিয়েছে সবার। নাগাড়ে ১৪০ কিলোমিটার বেগে বল করে যাওয়ার ক্ষমতা ধরেন এই পেসার। আগামী দিনে এই দুই বোলার ভারতীয় দলের তারকা হয়ে উঠতে পারেন। বিরাট কোহলি যেন ভারতের এই দুই পেসারের দিকে নজর দেন, সেই কারণে বর্তমান ভারত অধিনায়ক, বিসিসিআইকে টুইটও করেন সৌরভ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর