ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রুবেল হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে আজ দুই উইকেট শিকার করেছেন রুবেল। এর মাধ্যমে পঞ্চম খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন।
উইকেটের সেঞ্চুরি করতে রুবেল খেলেছেন ৮১ ম্যাচ। আর তিন ফরমেট মিলিয়ে তার শিকার ১৪৮ উইকেট। ২৫টি টেস্ট খেলে শিকার করেন ৩৩ উইকেট। ১৬টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫ উইকেট।
ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটের মালিক মাশরাফি বিন মুর্তজা। তার ঝুলিতে রয়েছে ২৩২টি উইকেট। ২২৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ খেলে শিকার করেছেন ২০৭টি উইকেট। ১১৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান মোহাম্মদ রফিকের। এরপরেই রুবেল হোসেন।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা