ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে মাশরাফি বাহিনী। দারুণ শুরু করেছিলেন দীর্ঘ ২ বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়ও। ফেরাটা দারুণ হয়েছিল এ ক্রিকেটারের কিন্তু ১৯ রানেই থামতে হল তাকে।
জিম্বাবুয়ের জার্ভিসের প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পেয়েই চার মেরে শুরু করেন বিজয়। তার পর একটি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রাখেন। পরের ওভারের প্রথম বলেই চেতারাকে আরেকটি চার হাঁকিয়ে দারুণ শুরু করেন। এরপর আরও ২টি চারের মার মেরেছেন বিজয়।
কিন্তু পঞ্চম ওভারে ক্রেইগ আরভিনকে তুলে মারতে গিয়েই সাজ ঘরে ফিরতে হল এ ব্যাটসম্যানকে। ইনিংসটা লম্বা করতে পারলেন না এনামুল। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন সপাটে ব্যাট চালিয়েছেন। নান্দনিক শর্টগুলোর সঙ্গে ফুট ওয়ার্ক গুলোও ছিল দারুণ। আউট হওয়ার আগে ১৪ বলে ৪টি চারের মারে করেছেন ১৯ রান।
তবে সামনের ম্যাচগুলোতে আরও ধৈর্য নিয়ে খেললে বড় ইনিংস উপহার দিতে পারবেন এই ব্যাটসম্যান এটাই প্রত্যাশা ভক্তদের।
বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান