ব্রিস্টল কেলেঙ্কারি থেকে সহজে মুক্তি মিলছে না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। তার বিরুদ্ধে তদন্ত শেষে মারামারির দায়ে অভিযোগ দায়ের করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। আর বিচারে দোষী সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে স্টোকসের।
তবে স্টোকস একা নন, ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে ঘটনায় অভিযুক্ত হয়েছেন আরও দুই জন। স্টোকসদের বিচার কাজ ব্রিস্টলে ম্যাজিস্ট্রেট আদালতে চলবে । তবে তাদের আদালতে হাজির হওয়ার তারিখ পরে জানানো হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন গত ২৪ সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। সঙ্গে ছিলেন আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও। পরে অবশ্য অভিযোগ থেকে মুক্তি পেয়ে ইংল্যান্ড দলে ফেরেন হেলস। তবে স্টোকস অ্যাশেজ ও ওয়ানডে দলে থাকলেও অস্ট্রেলিয়ায় যেতে পারেননি তদন্ত শেষ না হওয়ায়। অভিযুক্ত হওয়ায় এখন টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়া নিশ্চিত।
বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান