ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপাকে পড়েছে লঙ্কানরা। মাত্র ১৮৯ রান তুলতেই টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে হাথুরুসিংহের শিষ্যরা।
ভাল শুরু এনে দিয়েও ফিরে গেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন কুসাল পেরেরা ৮০ রানে তাকে সাজঘরে ফিরিয়েছেন ব্লেসিং মুজরাবানি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। জিততে হলে ১৫ ওভারে আরও ১০০ রান তুলতে হবে লঙ্কানদের । হাতে আছে ৫ উইকেট।
এর আগে দিনের শুরুতে ২৯২ রানের লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়ে। দলটির হয়ে ৮১ রানে (৬৭ বল) অপরাজিত থেকে মাঠ ছাড়েন পাঁচ নম্বরে নামা সিকান্দার রাজা। ৭৩ রানের ইনিংস উপহার দেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনিং জুটিতে আসে ৭৫। সোলোমন মায়ার ৩৪ রানে আউট হন। এছাড়া ক্রেইগ আরভিন ২, ব্রেন্ডন টেইলর ৩৮, ম্যালকম ওয়ালার ২৯, পিটার মুর ১৯ রান করেন। শেষ ওভারের মুরের বিদায়ে কোনো বল না খেলে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার।
লঙ্কানদের হয়ে আসিলা গুনারত্নে তিনটি উইকেট দখল করেন। থিসারা পেরেরা দু’টি ও অন্যটি নেন সুরাঙ্গা লাকমল।
বিডিপ্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান