রেকর্ডের ছড়াছড়ি ইডেন গার্ডেনে। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টে শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করে ২৪৩/৬ এর বিশাল স্কোর খাড়া করে কিউয়িরা। ওপেনিং জুটিতে ১৩২ রান তোলেন মার্টিন গাপটিল ও কলিন মুনরো। গাপটিলের ব্যাট থেকে আসে ৫৪ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস। তিনি মারেন ৬টি চার ও ৯টি ছয়।
প্রাক্তন সতীর্থ ব্রেন্ডন ম্যাকালামকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন গাপটিলই। ৭১ ইনিংসে গাপটিল করেছেন ২১৮৮ রান। যার মধ্যে রয়েছে ২টি শতরান। সর্বোচ্চ শুক্রবারের ১০৫।
ম্যাকালাম ৭০ ইনিংসে করেছিলেন ২১৪০ রান। তারও ছিল ২টি শতরান। সর্বোচ্চ ১২৩। গাপটিলের সঙ্গী কলিন মুনরোও হতাশ করেননি। তিনি করেন ৩৩ বলে ৭৬। ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছয়।
জবাবে অস্ট্রেলিয়া ২৪৫/৫ তুলে নিল ১৮.৫ ওভারেই। জয় ৫ উইকেটে, ৭ বল বাকি থাকতেই। ডেভিড ওয়ার্নার করলেন ২৪ বলে ৫৯। মারলেন ৪টি চার ও ৫টি ছয়। ৪৪ বলে ৭৬ এল ডি আর্কি শর্টের ব্যাট থেকে। তার ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছয় দ্বারা। দু'জনে প্রথম উইকেটে ১২১ যোগ করেন। পরে রান পেলেন গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩১) ও অ্যারন ফিঞ্চ (১৪ বলে ৩৬*)।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯.২ ওভারে ২৩৬/৬ তুলে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। যা ছিল এতদিন সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। অকল্যান্ডে তা ভেঙে দিল অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত