বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে উঠতে না পারায় গত নভেম্বরে গিয়ামপিয়েরো ভেঞ্চুরাকে ইতালির কোচের পদ থেকে অব্যহতি দেয়া হয়। তারপর থেকেই শুরু হয় দলটির নতুন কোচ নিয়োগ নিয়ে নানা জল্পনা-কল্পনা। তবে ইতালির সম্ভাব্য নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় তিনজনের নাম জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের ভাইস-কমিশনার আলেসান্দ্রো কোস্তাকুর্তা। সেই তিনজন হলেন- আন্তেনিও কান্তে, রোবার্তো মানচিনি ও লুইগি ডি বিয়াগিও।
এ ব্যাপারে আলেসান্দ্রো কোস্তাকুর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা জুনে নতুন কোচ নিয়োগ দেয়ার পরিকল্পনা করছি। কান্তে, মানচিনি অথবা ডি বিয়াগিও। এই নামগুলোর অন্য কেউ হবে না।’
ইতালির সম্ভাব্য কোচের তালিকায় অবশ্য তিনজনের মধ্যে কান্তের নামটাই জোরেশোরে শোনা যাচ্ছিল। বর্তমান এই চেলসি কোচ ২০১৪ থেকে ২০১৬ সাল মেয়াদে ইতালির কোচের দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে কোস্তাকুর্তা বলেন, ‘আমি কখনোই বলিনি কান্তেই সেরা। আমি শুধু বলেছিলাম সে আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছে।’
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ