শুধু ভারত নয়। ভারতের বাইরেও বিরাট কোহলির অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছে। পাকিস্তানও যে তার ব্যতিক্রম নয় তা আবার প্রমাণ হয়ে গেল। পাকিস্তান সুপার লিগের খেলা চলাকালীন গ্যালারিতে থাকা ভক্তদের পোস্টারে তো তেমনই বার্তা পাওয়া গেল।
পিএসএলে খেলা চলছিল ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে কুয়েট্টা গ্লাডিয়েটরের। ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গেল একটি পোস্টার। সেই পোস্টারে লেখা ছিল, ‘বিরাট কোহলিকে পিএসএলে দেখতে চাই।’ কোহলির সেই ভক্ত রীতিমতো টুইট করে বলেছেন, ‘আমরা কোহলিকে পিএসএলে দেখতে চাই।’
কিন্তু তা সম্ভব নয়। সীমান্তে অশান্তির জন্য দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তা কবে শুরু হবে কেউ জানে না। কিন্তু তাতে কোহলির প্রতি ভালবাসা তাতে বন্ধ হওয়ার নয়। তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। রয়েছেন স্বপ্নের ছন্দে। তাকে নিয়ে আবেগতো থাকবেই। তা সে ভারত হোক বা পাকিস্তান।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর