বৃহস্পতিবার রাতে লন্ডনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে। আর এবারের নিলামে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দল পেয়েছেন।
সাকিবকে দলে ভিড়িয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। তাকে ১ লাখ ৩০ হাজার ডলারে কিনেছে বার্বাডোজ। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিলামে তার দাম উঠেছে ৭০ হাজার ডলার।
এর অাগে সিপিএলের শুরুতে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব। তবে গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াহসের দলে। এবার আবার ফিরলেন পুরনো দলে।
বার্বাডোজে সাকিবের সতীর্থ হচ্ছেন হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথ, জেসন হোল্ডাররা। আর সেন্ট কিটসে রিয়াদ পাচ্ছেন ক্রিস গেইল, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, বেন কাটিংয়ের মত তারকা সতীর্থদের।
বিডিপ্রতিদিন/ ০২ মার্চ, ২০১৮/ ই জাহান