ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম একজন সফল খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। আর নানা আলোচনা-সমালোচনায় বরাবরই এই ক্রিকেটারের পাশ দাঁড়ান ভারত ক্রিকেটের অন্যতম জীবন্ত কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। সেই ধারাবাহিকতায় আবারও ধোনিকে প্রসংশায় ভাসালেন তিনি। ২০০৩ বিশ্বকাপে তার দলে ধোনি ছিলেন না, এটাই আক্ষেপ তার।
'অ্যা সেঞ্চুরি ইজ নট এনাফ' এর পাতায় বাঁহাতি এই ব্যাটসম্যান আক্ষেপের সুরে লিখেছেন, "যদি আমি ২০০৩ সালের বিশ্বকাপ দলে ধোনিকে পেতাম! আমরা যখন বিশ্বকাপ খেলছি মহেন্দ্র সিং ধোনি তখনও ভারতীয় রেলের টিকিট কালেক্টর।"
বরাবরই প্রতিভাবান ক্রিকেটারের অন্বেষণ করেছেন সৌরভ। তার নেতৃত্বেই বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, মোহাম্মদ কাইফের মতো ক্রিকেটাররা ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এমনকি, মহেন্দ্র সিং ধোনিও সৌরভেরই 'আবিষ্কার'।
মহেন্দ্র সিং ধোনি তার জাদু দেখাতে শুরু করেছেন রাহুলের আমল থেকেই। পাকিস্তানের বিরুদ্ধে শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে নায়োকচিত ব্যাটিং। এরপর তার হাত ধরেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ধোনির নেতৃত্বেই সচিনের স্বপ্ন স্যতি হয়, ২০১১ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া।
নিজের প্রথম বইতে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে 'দ্য প্রিন্স অব ক্যালকাটা' জানিয়েছেন, "আমি খুশি, আমার পর্যবেক্ষণ সঠিক ছিল। যেভাবে ধাপে ধাপে উচ্চতার শিখরে ধোনি পৌঁছেছে তা সত্যিই আশ্চর্যের।"
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ওয়াসিফ