প্লে–অফে যেতে গেলে আগামী দুইটি ম্যাচ জিততেই হবে। এই অবস্থায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে টুইটারে বিশেষ বার্তা পাঠালেন শাহরুখ খান।
কেকেআর মালিক জানিয়েছেন, বলিউডে তার সহকর্মী প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে তার দল যেভাবে হারিয়েছে, তাতে তিনি উচ্ছ্বসিত। শনিবারের মরণ-বাঁচন ম্যাচে না জিতলে প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যেতো।
নিজের হাসিমুখের ছবি টুইট করে শাহরুখ লেখেন, ‘আগের ম্যাচে হারের পরে আমি বিষণ্ণ ছিলাম। কিন্তু আমার দলের অধিনায়ক দীনেশ কার্তিক আমাকে হাসতে বলেছে। এই ছবিটা ওর জন্য তুললাম। এছাড়া আন্দ্রে রাসেল, প্রসিদ কৃষ্ণা এবং সুনীল নারাইনকে ধন্যবাদ জানাতে চাই।’
দীনেশ কার্তিকের ২৩ বলে ৫০ রান ছাড়াও ব্যাট হাতে ৩৬ বলে ৭৫ রান করেন সুনীল নারাইন। যার ওপরে ভর করে পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে ২৪৫ রান তোলে কেকেআর।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর