হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। সেই চোট এখনো কিছুটা আছে। সেরে উঠেছেন অবশ্য অনেকটা। কতোটা? এই প্রশ্নের জবাবে অ্যাগুয়েরোর জবাব, 'ভালোই আছে। ট্রেনিং, টেস্ট নিয়ে কঠিন একটা সপ্তাহ গেল। দারুণ ব্যাপার।'
ইজেইজায় আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে লিওনেল মেসিদের সাথে করে চলেছেন কঠোর পরিশ্রম। সেখানে পরিশ্রমের সাথে হাসি ঠাট্টাও চলছে বেশ। এর মধ্যে সাক্ষাৎকার, ফুটবলারদের কথা শোনার ব্যাপারও তো আছে। কিন্তু আগুয়েরোর সাথে কথা বলতে গিয়ে তার দৃঢ় প্রত্যেয়র সাথে পরিচয় হয়ে গেল আরেকবার।
এবারের রাশিয়া বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলে শিরোপায় চুমু খেতে চান তিনি। গেলবার ফাইনালেই স্বপ্নভঙ্গ হয়েছিল। হারতে হয়েছিল জার্মানির কাছে।
আগুয়েরো বলেন, আমার ছবি তুলতে চাইলে তা বিশ্বকাপ যখন হাতে থাকে তখন তুলবেন না হয়। আমার ও আমাদের সবার জন্য এমনকি যে কোনো খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতাই আসল কথা।
মাঠে তারা একতাবদ্ধ। কিন্তু বিশ্বকাপ জিততে হলে শুধু মাঠের খেলাই শেষ কথা নয়। মাঠের বাইরে, দেশের সমর্থনটাও অনেক জরুরি। থাকে আরও অনেক কিছু ফ্যাক্টর।
আগুয়েরো সমর্থন চেয়েই বললেন, আমাদের দলটা অসাধারণ। মাঠে এটা আরও শক্তিশালী হবে। সবাইকে আমাদের সাথে থাকার অনুরোধ করছি। সবার জন্য আমরা আমাদের সেরাটাই করার চেষ্টা করবো। মাঠে আমাদের কাজটা করতে হবে আর আপনাদের সমর্থন লাগবে। সেরা কাজটাই আমরা করবো।
বিডি প্রতিদিন/২৭ মে ২০১৮/আরাফাত