লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাপটে জয়ের পরও ধীর-গতির বোলিংয়ের কারণে জরিমানার কবলে পড়ছে পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, আগামী ১২ মাসের মধ্যে আবারও একই অপরাধ করলে এক টেস্টে নিষিদ্ধ হবেন সরফরাজ। পাকিস্তান দলপতি নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রবিবার ৯ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।
নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার বেশি সময় নেয়ায় সরফরাজের দলকে জরিমানা করেন আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের জেফ ক্রো।
ম্যাচের চার আম্পায়ার, অন-ফিল্ডের পল রাইফেল, রড টাকার, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও চতুর্থ আম্পায়ার রব বেইলির অভিযোগে জরিমানা নির্ধারণ করা হয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/এনায়েত করিম