আইপিএলের একাদশতম আসরের শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচে ৫৭ বলে ১১৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদকে একাই ধ্বংস করেছেন শেন ওয়াটসন। বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। চেন্নাই অধিনায়কও তার ব্যতিক্রম নন।
চ্যাম্পিয়ন হওয়ার পরেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ধোনি। যেখানে দেখা যাচ্ছে স্ত্রী, মেয়ে ও আইপিএল ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চেন্নাই অধিনায়ক। সঙ্গে ম্যাচের সেরা শেন ওয়াটসন সম্পর্কে লিখেছেন, ‘শেন শকিং ওয়াটসন।’ অর্থাৎ ওয়াটসনের একটি নতুন নামই দিয়ে ফেলেছেন ধোনি।
পাশাপাশি ইনস্টাগ্রাম বার্তায় ধোনি আরও লিখেছেন, ‘আমাদের সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। মুম্বাইয়ের রঙ একেবারে হলুদ হয়ে গেল। শেন শকিং ওয়াটসন একটা দুর্দান্ত ইনিংস খেল গেল আমাদের জন্য। আইপিএল মৌসুমটা ভালভাবে শেষ হল। যদিও জিভা ট্রফি নিয়ে মাথা ঘামাচ্ছে না। ও নতুন জামা পড়ে ওয়াংখেড়েতে দৌড়ে বেড়াতেই ব্যস্ত।’
দু’বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। ভক্তদের হতাশ করেননি ধোনি ও তার সতীর্থরা।
বিডি প্রতিদিন/ ২৯ মে ২০১৮/ ওয়াসিফ