ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক কাফু একজন সাবেক খেলোয়াড়ের পায়ে 'মিসাইল' খুঁজে পেয়েছেন। তিনি আর কেউ নেন, তারই এক সময়কার সতীর্থ ও ব্রাজিলের ১৯৯৪ ও ২০০২ দলের সদস্য রবার্তো কার্লোস।
সর্বকালের সেরা একাদশে কার্লোসকে রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে কাফু বলেন, দীর্ঘদিন ধরে তিনি উচ্চ পর্যায়ে একই রকম ক্ষিপ্রতা ও দক্ষতা নিয়ে ডিফেন্ডিং ও অ্যাটাকিং ফুটবল উপহার দিয়েছেন।
ব্রাজিলের ২০০৬ বিশ্বকাপ দলের অধিনায়ক আরও বলেন, কার্লোস একজন অতি শক্তিশালী একজন ফুটবলার। আমি তার পায়ের মতো এত 'পাওয়ারফুল শট' আগে কখনো দেখিনি। তার পায়ে মিসাইল ছিল!
সূত্র: গোল ডট কম
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব