বুম বুম আফ্রিদি। তার মাঠে ব্যাটিংয়ে নামা মানেই বিপক্ষ বোলারদের আতঙ্কে থাকা। সেই আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সর্বশেষ তিনি অংশ নিয়েছিলেন লর্ডসে একটি চ্যারিটি ম্যাচে। তার নেতৃত্বে বিশ্ব একাদশ খেলল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
সেই ম্যাচেই গার্ড অফ অনার দেওয়া হয় আফ্রিদিকে। এরপরই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আফ্রিদিকে জিজ্ঞাসা করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার কোনও পরিকল্পনা রয়েছে?’ যার জবাবে আফ্রিদি বলেন, ‘না সেই সম্ভাবনা নেই। চোটের জন্য আমার কী অবস্থা হয়েছে দেখুন।’ আফ্রিদির জবাব শুনে হাসি চেপে রাখতে পারেননি নাসের হুসেন।
ম্যাচে অবশ্য আফ্রিদির দলকে হারতে হয়েছে। ২০ ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭২ রানে হারিয়ে দিয়েছে বিশ্ব একাদশকে। আফ্রিদি ১ উইকেট ছাড়াও ১১ রান করেছেন। উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে হ্যারিকেন ইরমা ও মারিয়ার দাপটে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগুয়া ও ডোমিনিকার স্টেডিয়াম। যা পুনর্নির্মাণের জন্য এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর