প্রথম টেস্টে উড়ে ফুরফুরে মেজাজে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু দ্বিতীয় টেস্টেই যেন তাদের সে অনুভূতি উধাও! কেন না গতকাল লিডস টেস্টের প্রথম সেশনেই পাকিস্তানের ইনিংসে ভয়াবহ ব্যাটিং ধস। সফরকারীদের ১৭৪ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। যদিও ৭৯ রানেই ৭ উইকেট হারানোর পর শাদাব খান ৫৬ রান না করলে আরও খারাপ অবস্থা থাকতো তাদের।
এদিকে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০৬ রান তুলে ফেলে ইংলিশরা। ফলে দুই ওপেনার অ্যালিস্টার কুক (৪৬) ও কিটোন জেনিংস(২৯) ফিরে গেলেও বেশ সুবিধাজনক অবস্থানে জো রুটের দল।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৮/মাহবুব