টানা ১৫৪ টেস্ট খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে টপকে বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ইংল্যান্ডের সাবেক দলপতি ও ব্যাটসম্যান অ্যালিষ্টার কুক। শনিবার লিডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের ক্যারিয়ারের ১৫৬তম টেস্ট খেলতে নেমে টানা ১৫৪ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েন কুক।
ক্যারিয়ারে প্রথম দু’ম্যাচের পর টানা ১৫৩টি টেস্ট খেলে গত টেস্টে লর্ডসে বোর্ডারের রেকর্ড স্পর্শ করেন কুক। ১৫৬ টেস্টের ক্যারিয়ারে টানা ১৫৩টি ম্যাচ খেলেছিলেন বোর্ডার। গতকাল বোর্ডারকে ছাড়িয়ে গেলেন কুক।
কয়েক দিন আগে কুক নিজের রেকর্ড স্পর্শ করায় অনেকটাই বিস্মত হয়েছিলেন বোর্ডার। তখন বোর্ডার বলেছিলেন, ‘আমি কখনও ভাবিনি কেউই টানা এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবে, এটি সত্যিই বিস্ময়কর।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ডের হয়ে ১৫৫ ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরিতে ১২০৯৯ রান করেছেন ৩৩ বছর বয়সী কুক।
একটানা সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়রা : খেলোয়াড় টেস্ট অ্যালিষ্টার কুক (ইংল্যান্ড) ১৫৪, অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৫৩, মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া) ১০৭, সুনীল গাভাস্কার (ভারত) ১০৬, ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ১০১।
বিডি প্রতিদিন/এনায়েত করিম