দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সতর্ক করে দিলেন নাইজেরিয়ার কোচ গ্যারনট রোহা।
নাইজিরীয় কোচ বলেন, ‘সবাই যেন মনে রাখে আমরা এ বারের বিশ্বকাপের সব থেকে কম বয়সী ফুটবলার নিয়ে এসেছি। যে দলের পা মাটিতে আর আত্মবিশ্বাসটা অনেক উঁচুতে।
তিনি বলেন, যদি বন্ধুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে আমরা হারাতে পারি তা হলে কেন সেটা বিশ্বকাপে নেমে পারবো না। ওই জয়টা তো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বরে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারায় নাইজেরিয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন