মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি ওমেন্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সালমাবাহিনীর বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। মালয়েশিয়ায় রয়েল সেলানগর মাঠে সকালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক।
এদিন শ্রীলঙ্কার বোলারদের সামনে ব্যাট হাতে পুরোপুরি বিধ্বস্ত হয় সালমারা। ১৯ ওভার ৩ বলে ৬৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সুগানদিকা দাস্সানায়াকার দুর্দান্ত বোলিংয়ে পুরোপুরি এলােমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
এদিকে ৬৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে কাঙ্খিত রান তুলে নেয় লঙ্কানরা।
ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার সুগানদিকা দাস্সানায়াকা।
বিডি প্রতিদিন/ ৩ জুন ২০১৮/ ওয়াসিফ