দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কাগিসো রাবাদা।
গত বছর জুলাইয়ে ইংল্যান্ড সিরিজ থেকে ১২ টেস্টে ১৯.৫২ গড়ে ৭২ উইকেট শিকার করেন রাবাদা। সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।
এনিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মত বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রাবাদা। এর আগে ২০১৬ সালে এই অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। ফলে হাশিম আমলা, জ্যাক ক্যালিস, মাখায়া এনটিনি ও এবি ডি ভিলিয়ার্সের পাশে বসলেন রাবাদা।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব