দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। দুই ওপেনারের দারুণ শুরুর পর মিডল অর্ডারে সামিউল্লাহ শেনওয়ারি ও শফিকুল্লাহ করলেন ঝড়ো ব্যাটিং। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের স্কোর দাঁড়াল ১৬৭ রান। জিততে হলে সাকিব আল হাসানের দলকে এ ম্যাচে করতে হবে ১৬৮ রান।
দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ওসমান গনির ব্যাটে ভালো শুরু পায় আফগানিস্তান। ৮.৩ ওভারে ৬২ রান যোগ করে এই জুটি। রুবেল হোসেন শেষ পর্যন্ত জুটি ভাঙেন।
২৬ রান করা গনিকে ফেরান পরিস্কার বোল্ড করে। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া শাহজাদকে ফেরান সাকিব। ৪০ রান করেন এই ওপেনার। এরপর মাহমুদউল্লাহর জোড়া আঘাতে চাপ সৃষ্টি করে বাংলাদেশ।
১৪তম ওভারে বল করতে এসে তুলে নেন নাজিবুল্লাহ জাদরান (২) ও মোহাম্মদ নবীকে (০)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে আফগানরা।
টাইগার একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদ উল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী।
বিডি প্রতিদিন/০৩ জুন ২০১৮/আরাফাত