আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। তবে ৮০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সাকিবরা।
মুজিবুর রহমানের স্পিন ঘূর্ণিতে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজ ঘরে ফিরেন তামিম ইকবাল। এরপর সাকিব-লিটনের ২১ রানের জুটি। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে আউট হন সাকিবও। বাংলাদেশের স্কোর তখন ২১/২।
মুশফিক-লিটনে কিছুটা আশা জেগেছিল বাংলাদেশের কিন্তু দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ৩০ রানে মোহাম্মদ নাবির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটনও। এরপর রাশিদ খানের প্রথম ওভারেই পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক বোল্ড ও শূন্য রানে সাব্বির এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন। বাংলাদেশের স্কোর তখন ৮০ রানে পাঁচ উইকেট।
এর আগে দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় আফগানিস্তান। দুই ওপেনারের দারুণ শুরুর পর মিডল অর্ডারে সামিউল্লাহ শেনওয়ারি ও শফিকুল্লাহ করলেন ঝড়ো ব্যাটিং। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের স্কোর দাঁড়ায় ১৬৭ রান। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ওসমান গনি ৮.৩ ওভারে ৬২ রান যোগ করেন। রুবেল হোসেন শেষ পর্যন্ত জুটি ভাঙেন। ২৬ রান করা গনিকে ফেরান পরিষ্কার বোল্ড করেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া শাহজাদকে ফেরান সাকিব। ৪০ রান করেন এই ওপেনার। এরপর মাহমুদউল্লাহর জোড়া আঘাতে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ১৪তম ওভারে বল করতে এসে তুলে নেন নাজিবুল্লাহ জাদরান (২) ও মোহাম্মদ নবীকে (০)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে আফগানরা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান