স্পেনের ফের্নান্দো ভের্দাস্কোকে সরাসরি সেটে হারিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। রবিবার রোলা গাঁরোয় শেষ ষোলোয় ৩০তম বাছাই ফের্নান্দো ভের্দাস্কোকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান ২০তম বাছাই জোকোভিচ।
টেনিসের উন্মুক্ত যুগে এই নিয়ে রেকর্ড দ্বাদশ বারের মতো প্রতিযোগিতাটির শেষ আটে উঠলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালির অবাছাই মার্কো চেখিনাতোর মুখোমুখি হবেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ। অষ্টম বাছাই বেলজিয়ামের দাভিদ গফিনকে হারিয়ে শেষ আটে উঠেছেন চেখিনাতো।
বিডি প্রতিদিন/এনায়েত করিম