উয়েফা দু'টি ম্যাচের জন্য নিষিদ্ধ করল ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে মাঠের নিয়ম ভেঙ্গেই এই শাস্তির মুখে পড়লেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচটিতে ২-১ ব্যবধানে ম্যান সিটিকে হারায় লিভারপুল। ম্যাচ চলাকালীন নিয়মবিরুদ্ধভাবে মাঠেই নিজেদের টেকনিক্যাল স্টাফের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যান সিটির কোচকে। এর জেরেই এই শাস্তির সম্মুখীন হতে হলো পেপ গার্দিওলাকে।
লিভারপুলকেও ২০,০০০ ইউরো ফাইন করেছে উয়েফা। অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লিগের ম্যাচে ম্যান-সিটির বাসের উপর হামলা করে লিভারপুলের ফ্যানরা। ‘অ্যাক্ট অফ ড্যামেজে’ অভিযুক্ত হওয়ার কারণেই ফাইন দিতে হয় ক্লাবটিকে।
বিডি প্রতিদিন/ ৫ জুন ২০১৮/ ওয়াসিফ