রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে পারেনি চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও ২০১০ বিশ্বকাপের রানার্স-আপ নেদারল্যান্ডস। তবে সোমবার রাতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচটি ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৬৭ মিনিটে ইতালি এগিয়ে যায়। সিমন জাজা বাম পায়ের জোরালো শটে পোস্টের বাম পাশের কোণা দিয়ে বল জালে জড়ান। তবে ৬৯ মিনিটে ইতালির ডমেনিকো ক্রিসকিতো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ইতালিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ডাচরা। এ সময় স্টিভেন বারগুইসের ক্রস থেকে বল পেয়ে হেড নেন নাথান আকে। ডান কোনা দিয়ে বল জালে গিয়ে আশ্রয় নেয়।
এরপর আরও ছয় মিনিট খেলা হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।
বিডি প্রতিদিন/ ৫ জুন ২০১৮/ ওয়াসিফ