চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। সফর চলাকালীনই সস্ত্রীক রোহিত শর্মা, রাহানে, জাদেজারা গিয়েছিলেন জঙ্গল সাফারিতে। সেই সাফারিতে জাদেজার ভুলে নাকি প্রাণসংশয় তৈরি হয়েছিল সবার। রোহিত এবং রাহানের কথায়, ‘জাদেজার সঙ্গে কোথাও যাওয়া উচিত নয়।’
এসময় রোহিত এতটাই রেগে গিয়েছিলেন যে জাদেজাকে ঘুষিও মারতে চেয়েছিলেন তিনি। ক্রিকেটের একটি অনুষ্ঠানে পুরো ঘটনাটি জানান ভারতীয় এই তারকা।
দুই ক্রিকেটার বলেছেন, জঙ্গল সাফারির সময় নাকি তারা চিতার খপ্পড়ে পড়েছিলেন। চিতারা তাদের থেকে বেশ কিছুটা দূরে ছিল। তবে জাদেজার ভুলে বিপদ তৈরি হয়েছিল। চিতার দৃষ্টি আকর্ষণ করার জন্য মুখ দিয়ে বিকট শব্দ করছিলেন তিনি।
রোহিতের কথায়, ‘জাদেজা মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে ডাকছিল চিতাগুলোকে। এরপরে চিতাগুলোও আমাদের দিকে ঘুরে দাঁড়িয়েছিল। আমরা আশ্চর্য হয়ে বলছিলাম, এটা কী করছিস তুই! আমরা জঙ্গলে ছিলাম। চিতাগুলো আমাদের অস্তিত্ব যদি বুঝতে পারে। তাহলে নিমেষে আমাদের খাদ্য বানিয়ে ফেলত।’
অনুষ্ঠানে জাদেজার লায়ন সেলফি’র কথাও উল্লেখ করেছেন রোহিত। সেই সেলফি তোলার জন্য সমস্যার সামনেও পড়তে হয়েছিল পরবর্তীকালে। জাদেজাকে নিয়ে সেই সময়ে এতটাই ক্ষুব্ধ ছিলেন রোহিত যে মেরে দিতে চেয়েছিলেন এক ঘুষি।
বিডি প্রতিদিন/ ৭ জুন ২০১৮/ ওয়াসিফ