রাশিয়া বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মদনার শেষ নেই। এরইমধ্যে শেষ প্রস্তুতি নিতে শুরু করছে অংশগ্রহণকারী দলগুলো। তারই জের ধরে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বেলজিয়াম। সালাহবিহীন মিশরকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
ব্রাসেলসের কিং বাউদুইন মাঠে শুরু থেকে মিশরকে চেপে ধরে স্বাগতিক বেলজিয়াম। তাতে প্রথমার্ধেই সাফল্য এনে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোমেলু লুকাকু। মাত্র ২৭ মিনিটে মিশরের জালে বল জড়ান তিনি। এর ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলে ব্যর্থ হওয়া এডেন হ্যাজার্ড।মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন চেলসির এ খেলোয়াড়।
২-০ গোলে দ্বিতীয়ার্ধ শুরুর পরও অতিথিদের চেপে ধরে বেলজিয়াম। খেলার ৯২ মিনিটে মিশরের জালে তৃতীয়বার বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক খেলোয়াড় মারোয়ানি ফেলানি।
এর আগে, প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিলো রবার্তো মার্তিনেসের বেলজিয়াম। আর কুয়েতের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত শনিবার কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা পাওয়া মিশর।
বিডি প্রতিদিন/ ৭ জুন ২০১৮/ ওয়াসিফ