৪৯ ওভার পর্যন্ত মনই হচ্ছিল না যে বাংলাদেশ হারবে। তবে এইখানে আলোচিত বিষয় বাংলাদেশের ৪টি রান নিয়ে। তখন চলছিল ম্যাচের ৪২.৩ ওভারের খেলা। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করেছিলেন মুশফিক।
বল পেরিয়ে যায় সীমানা। সাদা চোখে মনে হয়েছে ব্যাটে-বলে করতে পারেননি। কিন্তু ক্যারিবীয়দের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রিভিউ আবেদন করেন মুশফিক। টিভি আম্পায়ার দেখেন, বলটা তার ব্যাটে লেগেই চার হয়ে গেছে। এরপরেই যা ঘটল, সেটা প্রায় অবিশ্বাস্য।
তবে সেই রানটা আর দেওয়া হলো না। অথচ আইসিসির আইন অনুযায়ী এই ব্যাপারটি নিয়েই কিছুই বলা হয়নি। তবে এই ব্যাপারটি নিয়ে বেশ গণ্ডগোলও আছে বটে। কেননা ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার রিভিউ জেতার পরেও সেই বাউন্ডারিটি পেয়েছিলেন। একই ঘটনা ঘটেছিল রোহিত শর্মার ক্ষেত্রেও ২০১৭ সালে।
তবে বাংলাদেশের সাব্বিরের ক্ষেত্রে ২০১৭ সালে মুশফিকের মতোই রান দেওয়া হয়নি। তবে এই ব্যাপারটি নিয়ে বিতর্ক শেষ পর্যন্ত থেকেই যায়।
বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৮/আরাফাত