এশিয়া কাপের সূচি নিয়ে জটিলতায় পড়েছে টিম ইন্ডিয়া। আর তারই প্রেক্ষিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দিলেন তারই স্বদেশী সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ।
এশিয়া কাপের সূচি অনুযায়ী পর পর দু'দিনে দুটো ম্যাচ খেলতে হবে ভারতকে। তার মধ্যে দ্বিতীয় দিনে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। তার উপর দুবাইয়ের প্রচণ্ড গরম। সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি কোহলির দলের বিরুদ্ধে। এশিয়া কাপের সূচি-বিভ্রাট নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন দেশটির প্রাক্তন থেকে বর্তমান অনেকেই। এবার সেই তালিকায় নমি লেখালেন শেবাগও। বিরাটকে এশিয়া কাপ বয়কট করার পরামর্শ দিলেন তিনি।
শেবাগের দাবি, একটা ম্যাচ খেলার পর অন্তত ২৪ থেকে ৪৮ ঘন্টা ক্রিকেটারদের বিশ্রাম দিতে হয়। তিনি বলছেন, ''এরকম একটা ক্রীড়াসূচি দেখে আমি সত্যিই অবাক। আয়োজকরা সূচি নির্ধারণ করার আগে কোনো বিবেচনা করেনি মনে হয়। এখনকার দিনে কোন দল পর পর ম্যাচ খেলে? ইংল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের মাঝে দু'দিন করে সময় দেওয়া হয়। সেখানে দুবাইয়ের গরমে কী করে পর পর দুইদিনে দু'টি ম্যাচ খেলার সূচি থাকে? এরকম প্রচণ্ড গরমে পর পর দুইদিন দু'টি একদিনের ম্যাচ খেলা কি সম্ভব? একজন ক্রিকেটারকে ব্যাটি ও ফিল্ডিং মিলিয়ে অন্তত সাড়ে পাঁচ ঘন্টা মাঠে কাটাতে হয়। তার পর তাকে ঠিকঠাক বিশ্রামের সময় না দিলে তো তার ফিটনেসে প্রভাব পড়বে।''
সূচি বদলানো না হলে কোহলিকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দিয়ে ভারতের এই প্রাক্তন ব্যাটসম্যান বলেন, ''এশিয়া কাপ খেলার জন্য এত উঠে-পড়ে লাগার কিছু হয়নি। কোহলিকে বলব, এশিয়া কাপ খেলার কোনো দরকার নেই। তার থেকে আসন্ন হোম-অ্যাওয়ে সিরিজগুলোর জন্য প্রস্তুতি নাও। পর পর দুইদিনে দু'টি ম্যাচ খেলা কিন্তু মুখের কথা নয়।''
বিডি প্রতিদিন/ ২৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ