ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর সেই আওয়াজ যেন আরও জোরালো হয়ে উঠেছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও বলেছেন, ২০১৯ বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে।
এমন কঠিন সময়ে ধোনির পাশে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার। যিনি ধোনির অধিনায়কত্বে কয়েকবছর খেলেছেন। শচীন বলেছেন, ‘কবে অবসর নেবে তা ধোনিই ঠিক করবে। দীর্ঘদিন দেশের হয়ে খেলছে। ওর কাছে প্রত্যাশা কী, সেটা মাহি জানে। তাই সিদ্ধান্তটা ধোনিই নেবে।’
২০১১ সালে ক্রিকেটে বিশ্বজয় করেছিল ভারত। ২৮ বছর পর বিশ্বসেরা হয়েছিলেন শচীনরা। ধোনি ছিলেন সেই দলের নেতা। তার প্রশংসা করে শচীন বলেন, ‘প্রচুর ক্রিকেট খেলেছে ধোনি। ক্রিকেটটা অনেকের থেকে ভাল বোঝে। নিজেকে নিয়েও পরিকল্পনা রয়েছে ওর। তাই সিদ্ধান্তটা ধোনির উপরেই ছেড়ে দেওয়া হোক। মাহির সঙ্গে দীর্ঘদিন খেলেছি। খুব ভাল করে চিনি ওকে। ঠিক সময়ে সিদ্ধান্তটা মাহিই নেবে।’
বিডি প্রতিদিন/ ২৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ