২০১৬ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন। প্রায় দু’বছর বাদে আবার ডাক পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলে। খেলবেন ভারতের বিরুদ্ধে। এতদিন পরে দলে ডাক পেয়ে হতবাক আদিল রশিদ।
একদিনের দলে তাঁর জায়গা যতই পাকা হোক, টেস্ট দলে ডাক পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। রশিদ বলেন, ‘ইসিবি'র জাতীয় নির্বাচক এড স্মিথের সঙ্গে আমার কথা হয়েছিল। জানতে চেয়েছিলেন, এই গ্রীষ্মে ভারতের বিরুদ্ধে খেলার যদি সুযোগ পাও, কেমন লাগবে? ফলে সেই মুহূর্তে বিষয়টা নিয়ে ভাবতেই হয়েছিল। অনেকদিন লাল বলের ক্রিকেট খেলিনি। তবে দল যদি চায়, তা হলে রাজি। সেরাটা উজাড় করে দেব। স্পষ্টই বলেছিলাম তাকে।’
এরপরই রশিদ যোগ করে জানান, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। কারণ, টেস্ট দলে কাউকে নিতে গেলে কাউন্টিতে তার পারফরমেন্স খুঁটিয়ে দেখা হয়। কিন্তু আমার ক্ষেত্রে বিচারের মাপকাঠি ছিল অন্য। ইডি স্মিথ এবং অন্যরা বলেছিলেন, আমি যদি খেলার জায়গায় থাকি, তাহলে সে যে ভূমিকায় হোক না কেন, তারা আমাকে দলে রাখবেন। ভেবে দেখলাম, আমি তৈরি। খেলতে অসুবিধে নেই, তাই আলোচনা শেষেই জানিয়ে দিয়েছিলাম।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর