ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ব্যাট করছেন তামিম ইকবাল। এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।
ওয়ানডেতে টানা তিন ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পেলেন তামিম। প্রথম ম্যাচে অবশ্য করেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার (১৩০)। আর দ্বিতীয় ম্যাচে করেন ৫৪ রান।
শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচে প্রথম থেকেই ধীর গতিতে শুরু করে তামিম-এনামুল হক বিজয়। প্রথম ওয়ানডেতে ব্যর্থ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৯ বলে ২৩ রান সাঝঘরে ছিরেন বিজয়।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/আরাফাত