বল বিকৃতি কাণ্ড যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়া ক্রিকেটের। সম্প্রতি পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে ভিডিও ফুটেজ সামনে আসায় প্রশ্ন উঠেছে, তবে কি তিনিও জড়িয়েছিলেন বল বিকৃতি কাণ্ডে?
অভিযোগ অবশ্য জোর গলায় অস্বীকার করলেন হ্যান্ডসকম্ব। ভিডিও ফুটেজে দেখা গেছে, হ্যান্ডসকম্ব ওয়াকিটকিতে কথা বলছেন কোচ ড্যারেন লেম্যানের সঙ্গে। তারপরই ছুটে গিয়ে কিছু বলছেন ব্যানক্রফটকে।
ভিডিও ফুটেজে যাই দেখানো হোক, সেটা সঠিক নয় বলছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার এই ব্যাটসম্যান। তার কথায়, "মিডিয়া কীভাবে ভিডিও ফুটেজ এডিট করে সেটা দেখেই অবাক লাগছে। ওয়াকিটকিতে কথা বলেই আমি ছুটে যাচ্ছি ক্যামেরন ব্যানক্রফটের দিকে, এমনটাই দেখানো হয়েছে।"
তিনি আরও বলেন,"এটাই কিন্তু সবটুকু নয়। সেদিন ক্যামেরনের পাশেই আমি দাঁড়িয়ে ছিলাম। মাঝেমধ্যে ওর সঙ্গে রসিকতাও করছিলাম। এর বাইরে আর কিছুই ছিল না। যাই তৈরির চেষ্টা করা হোক, আদতে ঘটনাটা তা নয়। একেবারেই নয়"
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর