দুর্দান্ত খেলতে থাকা তামিম ১২৪ বলে ১০৩ রান করে বিদায় নিয়েছেন। টেস্টে সিরিজে খুব একটা ভালো না করতে পারা তামিম ইকবাল নিজেকে মেলে ধরেছেন ওয়ানডে সিরিজে। তুলে নিয়েছেন আরেকটি দুইটি শতক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন অর্ধ শতক। তৃতীয় ম্যাচে ফের শতক। ১২০ বলে এই শতক তুলে নেয় বাংলাদেশের ড্যাশিং ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ ব্যর্থ হওয়ার পরও দলে রয়েছেন ওপেনার এনামুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। বাদ পড়েছেন পেসার আলজারি জোসেফ এবং জেসন মোহাম্মদ। দলে ফিরেছেন পেসার শেলডন কট্রেল ও ব্যাটসম্যান কাইরন পাওয়েল।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/আরাফাত