ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রান পাননি। টি-২০ সিরিজেও অবস্থা একই ছিল। যার ফলে সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গ্যালারি থেকে তার দিকে উড়ে এসেছিল কটাক্ষ।
অনেকেই বলেছিলেন এবার প্যাড-গ্লাভস তুলে রাখার সময় এসেছে ধোনির। গ্যালারি থেকে উড়ে আসা সমালোচনার পরিপ্রেক্ষিতে কেউ যদি ধরে নেন ধোনির জনপ্রিয়তা নিম্নগামী, তাহলে বড় ভুল করবেন তিনি।
সম্প্রতি ইউগভ.কো.ইউকে একটি সমীক্ষা করেছে। যেখানে দেখা গেছে জনপ্রিয়তার দিক থেকে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ধোনি। সর্বমোট তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই অনলাইন সমীক্ষায় প্রায় ৪০ লাখ ভারতীয় অংশ নিয়েছিলেন। ধোনিকে ৭.৭ শতাংশ ভোট দেওয়া হয়েছে। শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিও পিছিয়ে তার থেকে। কোহলির প্রাপ্ত ভোট ৪.৮ শতাংশ। শচীন পেয়েছেন ৬.৮ শতাংশ। ধোনির ঠিক পরেই আছেন শচীন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ধোনির জনপ্রিয়তা এখনও কোনও অংশে কমেনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর