তৃতীয় ম্যাচে অলিখিত ফাইনালে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। শুরু থেকেই ধীর গতিতে ব্যাটিং করে সামনে এগুতে থাকা বাংলাদেশ বড় সংগ্রহের পথে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে চার উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৫৩ রান।
প্রথম দুই ওয়ানডেতেই সাকিব-তামির ব্যটে ফুটেছিল রানের ফুলঝুরি। আজও বড় রানের জুটির আভাস দেখা গিয়েছিল দুজনের সাবলীল ব্যাটিংয়ে। কিন্ত ৩৭ রানে সাকিবের আউটে ভেঙ্গে যায় ৮১ রানের জুটি। এরপর মুশফিক এসেও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
শনিবার ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি।
প্রথম ম্যাচে অপরাজিত ১৩০, দ্বিতীয় অম্যাচে হাফসেঞ্চুরি আর আজ অলিখিত ফাইনালে রুপ নেওয়া শেষ ম্যাচে এবার শতক হাঁকলেন বাংলাদেশি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজে তার দ্বিতীয় শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। শতক হাঁকিয়ে বিশুর বলে পরাস্ত হন তামিম। ১০৩ রান করে আউট হয়ে গেলে মাঠে আসেন অধিনায়ক মাশরাফি। ২৫ বলে ৩৬ রান করে সাঝঘরে ফিরেন তিনি।
ওপেনিং জুটিতে ভালো শুরুর আভাস দিলেও দলীয় ৩৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে যান এনামুল। ব্যক্তিগত ১০ রানে হোল্ডারের বলে ক্যাচ তুলে আউট হন এ ডানহাতি ওপেনার। কোনো পরিবর্তন ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।
ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। দিপাক্ষীয় সিরিজে সবম্যাচেই মাত্র তিনবার একাদশে পরিবর্তন না নিয়েই মাঠে নেমেছে।
সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ ব্যর্থ হওয়ার পরও দলে রয়েছেন ওপেনার এনামুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। বাদ পড়েছেন পেসার আলজারি জোসেফ এবং জেসন মোহাম্মদ। দলে ফিরেছেন পেসার শেলডন কট্রেল ও ব্যাটসম্যান কাইরন পাওয়েল।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/আরাফাত