ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবালের সেঞ্চুরি ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০১ রানে নিজেদের ইনিংস শেষ করেছে টাইগাররা।
এদিকে, জয়ের লক্ষ্যে ৩০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক ক্যারিবীয়দের শুরুটা ছিল দারুণ। রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন ক্রিস গেইল ও এভিন লুইস। তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। লুইসকে (১৩) ফিরিয়ে তাদের বিচ্ছিন্ন করলেন মাশরাফি বিন মর্তুজা। ঠিক একই ভাবে রুবেল হোসেন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনে ব্যাটসম্যান ক্রিস গেইলকে (৭৩) ফিরিয়ে দিলেন।
শেষ খবর পর্যন্ত ২৭ ওভার শেষে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, শনিবার ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাশরাফি। প্রথম দুই ওয়ানডেতেই সাকিব-তামির ব্যটে ফুটেছিল রানের ফুলঝুরি। প্রথমে বড় রানের জুটির আভাস দেখা গিয়েছিল দু'জনের সাবলীল ব্যাটিংয়ে। কিন্ত ৩৭ রানে সাকিবের আউটে ভেঙ্গে যায় ৮১ রানের জুটি। এরপর মুশফিক এসেও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
প্রথম ম্যাচে অপরাজিত ১৩০, দ্বিতীয় অম্যাচে হাফসেঞ্চুরি আর শনিবারের অলিখিত ফাইনালে রুপ নেওয়া শেষ ম্যাচে এবার শতক হাঁকলেন বাংলাদেশি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজে তার দ্বিতীয় শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। শতক হাঁকিয়ে বিশুর বলে পরাস্ত হন তামিম। ১০৩ রান করে আউট হলে মাঠে আসেন অধিনায়ক মাশরাফি। ২৫ বলে ৩৬ রান করে সাঝঘরে ফিরেন তিনি। এরপর রিয়াদ দুর্দান্ত অর্শশতক তুলে নেন।
ওপেনিং জুটিতে ভালো শুরুর আভাস দিলেও দলীয় ৩৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে যান এনামুল। ব্যক্তিগত ১০ রানে হোল্ডারের বলে ক্যাচ তুলে আউট হন এ ডানহাতি ওপেনার। কোনো পরিবর্তন ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার