ওয়ার্নার পার্কে ১৮ রানের জয়ে রোমাঞ্চিত টিম বাংলাদেশ। কারণ ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জয়। তবে এ ম্যাচে একই দিনে বোলিংয়ে দুই রকম মুস্তাফিজকে দেখেছে বাংলাদেশ। বলতে পারেন মিতব্যয়ীয় মুস্তাফিজ ও খরুচে মুস্তাফিজের দেখা মিলেছে এক সঙ্গে।
১৩তম ওভারে যখন মুস্তাফিজের হাতে অধিনায়ক মাশরাফি তুলে দিলেন। তখন ক্রিজে ৪১ রানে অপরাজিত মারকুটে গেইল। কিন্তু প্রথম ওভারেই চমক মুস্তাফিজের দারুণ সব ডেলিভারি। মাত্র ১ রান নিতে পেরেছে ওই ওভারে ওয়েস্ট ইন্ডিজ। ওই স্পেলে পরের ৪ ওভারে দিয়েছেন ৯ রান। অর্থাৎ প্রথম ৫ ওভারে মাত্র ১০ রান।
কিন্তু দ্বিতীয় ও তৃতীয় স্পেলে ডেথ ওভারে বেশ খরুচে বোলিং হয়েছে মুস্তাফিজের। শেষ ৫ ওভারে দিয়েছেন ৫৩ রান। অর্থাৎ তার শেষ ৫ ওভারে ১০.৩ গড়ে রান তুলেছে ক্যারিবীয়রা। মুস্তাফিজের বোলিং অ্যাকশন দারুণ হলেও রুভমান পাওয়েল তো মুস্তাফিজকে একহাত নিয়েছেন। মুস্তাফিজের কাটার, স্লোয়ার, ইয়র্কার সবগুলোই খেলেছেন বেশ সাবলীল ব্যাটে। অবশ্য পাওয়েলের ভাগ্যও সহায় ছিল। এদিন ব্যাটের কানায় লেগেও বাউন্ডারি পেয়েছেন তিনি। তবে জেসন হোল্ডারকে ঠিকই শিকারে পরিণত করেছেন কাটার মাস্টার।
বিডি-প্রতিদিন/ ই-জাহান