চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের তারকা মোহামেদ সালাহকে 'বাজেভাবে' ট্যাকল দেওয়ার জন্য বিশ্ব ফুটবলের তীব্র সমালেচনার মুখে পড়েন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস। সবাই তাকে দুষলেও ম্যাচের পরই সালাহকে ট্যাকলের করার জন্য নিজেকে নির্দোষ দাবি করেন স্পেন অধিনায়ক। আর নিজের দাবিতে এখনও অটল রয়েছেন রামোস।
তবে বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনও রামোসকে 'ক্ষমা' করতে পারেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ঐ ম্যাচে রামোসের পারফরম্যান্সকে ‘নির্মম ও নিষ্ঠুর’ বললেন তিনি।
উল্লেখ্য, রিয়াল ডিফেন্ডারের ট্যাকলেই ম্যাচের শুরুর দিকে ইনজুরিতে পড়েন মোহামেদ সালাহ। আর শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় অল রেডদের। সালাহ ছাড়াও রামোসের কড়া ট্যাকলের শিকার হন গোলকিপার কারিয়াসও।
ক্লপ বলছেন, সালাহ এবং কারিয়াস দুজনকেই ভেবেচিন্তে টার্গেট করেছিলেন ‘কুস্তিগীর’ রামোস। রামোস ও সালাহ’র ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ক্লপ বলেন, ‘আমরা আবার বোতলের ছিপি খুলব?’ এরপরই লিভারপুল কোচের মন্তব্য, ‘আমি ম্যাচের পর ঘটনাগুলো দেখেছি। কয়েকজন আমাকে তড়িঘড়ি করেই সেগুলো দেখান। আপনি দেখলেও বুঝতে পারবেন কতটা ‘নির্মম ও নিষ্ঠুর’।’
ক্লপ আরও বলেন, ‘রামোস অনেক কিছু বলছেন, কিন্তু আমি সেটা পছন্দ করি না। একজন মানুষ হিসেবে আমি তার প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে নিতে পারি না। যদিও অনেকে বলবেন এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমি বলব তা স্বাভাবিক না।’
বিডি প্রতিদিন/ ২৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ