ওয়েস্ট ইন্ডিজেরকে ওয়ার্নার পার্কে শেষ ওয়ানডেতে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ক্যারিবীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে পারর্ফম করে বিশ্ব ক্রিকেটে আরও একবার নিজেকে মেলে ধরেছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দু'টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৩০, দ্বিতীয় ম্যাচে ৫৪ ও শেষ ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে ১০৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এর চেয়ে বেশি রান করার রেকর্ড নেই আর কারো।
এই রেকর্ড নিজের করে নেয়ার পথে তামিম প্রথমত ভেঙেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও কোচ ড্যারেন লেম্যানের ২০৫ রানের রেকর্ডটি। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান এর আগে এটিই ছিল।
পরে সব মিলিয়ে রেকর্ডটি নিজের আয়ত্তে নিয়ে আসেন বাঁহাতি ওপেনার তামিম। তিনি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচে সর্বোচ্চ রান করা দিনেশ রামদিনের রেকর্ডও। যেখানে ক্যারিবীয়ান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষেই তিন ম্যাচের সিরিজে ক্যারিয়ার সর্বোচ্চ ২৭৭ রান করেছিলেন।
বিডি প্রতিদিন/ ২৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ