ডিসি ইউনাইটেডের হয়ে তৃতীয় ম্যাচের খেলায় প্রথম গোলটি করে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন ওয়েন রুনির! রবিবার রাতে কলরাডো রেপিডসের বিপক্ষে খেলা ছিল তার দলের। ২-১ ব্যবধানের জয়ও ছিল ইউনাইটেড'র। কিন্তু ম্যাচ শেষে রুনির মুখে আর আনন্দ-উল্লাস টিকে থাকেনি।
নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি টাইমে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান রুনি। এতে তার নাক ফেটে মুখ রক্তাক্ত হয়ে যায়। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষেও রক্তক্ষরণ থামেনি। তাই নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে রুনির।
এভারটন ছেড়ে মেজর সকার লিগের ক্লাব ডিসি ইউনাইটেডে গেল মাসে যোগ দেন রুনি। ডিসি ইউনাইটেডের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল করে রুনি যেমন উচ্ছ্বসিত ঠিক তেমন ব্যথিতও। খেলা শেষে ৩২ বছরের এই ফরোয়ার্ড টুইটারে জানিয়েছেন, আমি আনন্দিত যে, নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করতে পেরেছি। সেই সাথে কষ্টর কারণ নাক ভেঙেছে এবং নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার