ব্যাট হাতে ক্রিস গেইল মানেই তাণ্ডব। বাইশ গজের ক্রিজে যেকোনো বোলারের বিপক্ষেই ভয়ঙ্কর তিনি। সেই 'ইউনিভার্সাল বস' গেইলের মুকুটে নতুন পালক লেগেছে। শহীদ আফ্রিদির সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড গড়ছেন তিনি।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সেন্ট কিটসে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে হেরে যায় ক্যারিবীয়রা। সিরিজ নির্ধারণী ম্যাচে ১৮ রানের এক দুর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা। তবে হারের ম্যাচেও গেইল মোট ৬টি ছক্কা হাঁকান। আর এতেই 'বুম বুম' শহীদ আফ্রিদির ওভার বাউন্ডারির রেকর্ডকে ছুঁয়ে ফেলেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৭৬টি ছক্কা মারার রেকর্ডটা এতদিন এককভাবে ছিল পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদির দখলে। এবার গেইল সেটাই স্পর্শ করলেন।
গেইল টেস্টে মোট ৯৮টি, একদিনের ক্রিকেটে ২৭৫টি এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি'তে ১০৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৪৩টি ম্যাচ খেলে মোট ৪৭৬টি ওভার বাউন্ডারি মেরেছেন ক্রিস গেইল। সেখানে শহীদ আফ্রিদি ৫২৪টি ম্যাচে ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। টেস্টে ৫২টি, একদিনের ক্রিকেটে ৩৫১টি আর টি টোয়েন্টিতে ৭৩টি ছয় মেরেছিলেন তিনি। আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেখানে গেইল এখনও খেলে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৮/ ওয়াসিফ