ইংল্যান্ড বনাম ভারত টেস্টে দু'টি দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কারণ উভয় দলই জানে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। আর তারই জের ধরে টেস্ট সিরিজ শুরুর আগে ইয়োইয়ো টেস্ট হল ইংরেজ ক্রিকেটারদের। ক্রিকেটাররা কতটা ফিট তা জানার জন্যই এই টেস্ট।
আর এই টেস্টে সবচেয়ে বেশি মার্কস নিয়ে পাস করেছেন ৩৩ বছরের ইংরেজ ওপেনার অ্যালিস্টার কুক। বেন স্টোকস, জোস বাটলার, জেসন রয়দের ইয়োইয়ো টেস্টে পিছনে ফেলেছেন তিনি। ৩ কিলোমিটার ছুঁটেছেন বিশ্রাম না নিয়েই। বাকিরা কিন্তু ছোঁটার ফাঁকে বিশ্রাম নিয়েছেন।
ইংরেজ ক্রিকেটার জনি বেয়ারস্টো বলেছেন, ‘কুক আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে।’
বিডি প্রতিদিন/ ৩১ জুলাই ২০১৮/ ওয়াসিফ