ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দুই বিশ্বকাপজয়ী তারকা অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার বিরুদ্ধে।
এ বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।
সুমাথিপালা জানিয়েছেন, রানাতুঙ্গা আর ডি সিলভা ‘গুপ্ত’ নামের এক জুয়াড়ির কাছ থেকে নগদ ১৫ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। সে সময় তাদের বিরুদ্ধে বোর্ড কোনো প্রকার তদন্ত চালানো থেকে নিজেদের বিরত রেখেছিল।
সুমাথিপালার অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি দুই লঙ্কান কিংবদন্তি।
গত ৩০মে রানাতুঙ্গার ভাই নিশান্থা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচনের বিরুদ্ধে সে দেশের সর্বোচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। যার ফলে সুমাথিপালার নতুন করে বোর্ডপ্রধান নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সেই রিটের পরিপ্রেক্ষিতে ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন