টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে তার দল বিশ্বসেরা। একদিনের আন্তর্জাতিকে তিনি নিজে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের স্থান দখল করে বসে আছেন। লাল বলের ক্রিকেটেও খুব একটা পিছিয়ে নেই তিনি। এবার চাইলেই ক্রিকেটের টেস্ট ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান হওয়ার সুযোগ থাকছে বিরাট কোহলির কাছে।
আইসিসি তালিকা অনুযায়ী বিরাট কোহলি এখন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় স্থানে আছেন। প্রথমে আছেন নির্বাসিত অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তাদের মধ্যে পার্থক্য ২৬ পয়েন্টের। বিরাট ৯০৩ পয়েন্টে দাঁড়িয়ে, আর স্টিফ স্মিথের ঝুলিতে রয়েছে ৯২৯ পয়েন্ট।
দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে বেনক্রাফ্ট, ডেভিড ওয়ার্নারসহ ১২ মাস নির্বাসিত হয়েছেন স্মিথও। যার পরিণাম, এখনই ব্যাগি গ্রিন জার্সি পরে মাঠে নামতে পারছেন না তিনি। আর এখানেই কোহলির কাছে বিরাট সুযোগ থাকছে ফার্স্ট বয় হওয়ার।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। বার্মিংহামের এজবাস্টন, লর্ডস হয়ে লন্ডনের ওভালেই শেষ হবে ৪৫ দিনের লম্বা সফর। মাঝে ট্রেন্ট ব্রিজ এবং দ্য রোজ বোলেও একটি করে টেস্ট খেলবে ভারত। ৫ টেস্টের সিরিজে রান পেলেই স্মিথের থেকে পয়েন্টের পার্থক্য কমিয়ে অনায়াসেই একে পৌঁছে যেতে পারেন ভারত অধিনায়ক।
অন্যদিকে, বিরাট সফল না হলে অবনমনের আশঙ্কাও থাকছে। খুব ক্ষীণ হলেও ৮৫৫ পয়েন্ট নিয়ে আইসিসি তালিকায় তিনে থাকা ব্রিটিশ অধিনায়ক জো রুটের বিরাটকে ছাপিয়ে যাওয়ার বিষয়টি একেবারেই ফেলে দেওয়া যায় না। এই মুহূর্তে ফর্মেই আছেন জো রুট। অতীতে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স রয়েছে রুটের। সেদিক থেকে দেখলে ইংল্যান্ডে বিরাট এখন পর্যন্ত ফ্লপ। এবার তার কাছে যেমন সুযোগ থাকছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ঠিক তেমনই রুটের কাছেও হাতছানি রয়েছে বিরাটকে ছাপিয়ে যাওয়ার।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর